নৌকার পক্ষে কাজ করবেন দেড় শতাধিক সাবেক সামরীক কর্মকর্তা, আওয়ামী লীগ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সশস্ত্র বাহিনীর দেড়শতাধিক সাবেক কর্মকর্তা।
তারা নৌকা মার্কার হয়ে নির্বাচনে কাজ করবেন। মঙ্গলবার এসব সাবেক সামরিক কর্মকতা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সরকার ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সশস্ত্র বাহিনীর সাবেক ওই কর্মকর্তাদের মধ্যে ১০৮ জন সেনাবাহিনীর, ১৯ জন বিমান বাহিনীর এবং ২০ জন নৌ বাহিনীর সদস্য।
সেনা কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তিনজন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ১৮ জন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ১৯ জন, অবসরপ্রাপ্ত কর্নেল ৭ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ২০ জন।
এছাড়াও অবসরপ্রাপ্ত মেজর রয়েছেন ৩৫ জন। তাছাড়াও ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন। নৌবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ২ জন, অবসরপ্রাপ্ত কমডোর ৭ জন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ৬ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ১ জন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ৩ জন।
বিমানবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ১ জন, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ২ জন, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ৮ জন এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ৭ জন।