নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আগামীতে আবারও নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে আধুনিক একটি এলাকাতে উন্নীত করা হবে। আমার আশা আমি আমার মেয়েকে যখন বিয়ে দিবো তখন তাকে যেভাবে সাজাবে ঠিক একইভাবে আমি নারায়ণগঞ্জকে সাজাবো।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন,আমার কাছে এখন রাজনীতি এবাদত। আর সেই এবাদতের অংশ হিসেবে আমি আল্লাহকে খুশি করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি অনেক কিছু পেয়েছি। আমার দাদা, বাবাসহ ৩ ভাই সবাই এমপি হয়েছি। আমি এখন উন্নয়ন করতে চাই।
তিনি আরও বলেন, আপনারা যারা ভোটার তারা নিশ্চয় বুঝেন। তাই আপনাদের কাছে ভোট চাইবো না। আপনারাই বুঝেশুনে ভোট দেবেন। কাদের দ্বারা উন্নয়ন হবে কাদের দ্বারা কাজ হবে সেটা বুঝেই ভোট দেবেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে এ সময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক খোকন, প্রচার সম্পাদক মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এম এ মান্নান, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।