একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে বলেও জানান তিনি।
বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় এসব কথা বলেন তিনি।
সেসময় ৩’শ আসনে উপযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দেয়ার কথাও জানান আওয়ামী লীগ সভাপতি।
এর আগে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানায় ঐক্যফ্রন্ট। রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে এ কথা বলেন ড. কামাল হোসেন।
তবে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা যে ৭ দফা দাবি দিয়েছেন, সেই দাবি থেকে ফিরে আসবেন না বলে জানিয়েছে তারা।