শনিবার সকাল থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে ছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। তবে এদিন রাতেই নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানালেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আল হাসান জানান, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না। আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন এমন এক প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি। এর আগে নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে সাকিব বলেছিলেন, তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন।