য়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত হেলমেট পরিধানকারীর পরিচয় শনাক্ত করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমের সুত্র ধরে, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পুলিশের গাড়ি ভাঙচুরের পর গাড়ির উপর দাঁড়িয়ে থাকা হেলমেট পরিধানকারী ব্যক্তিটি মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদুজ্জামান শাওন। মোহাম্মদপুর থানা সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
হেলমেট পরিধানকারী যুবক শাওনের পরিচয় প্রকাশ হওয়া সাথে সাথে সাম্প্রতিক সময়ে ‘হেলমেট বাহিনী কারা’ রহস্যের জটও খুলেছে।
এছাড়া, এর আগে পুলিশের উপর হামলাকারী মির্জা আব্বাসের একনিষ্ঠ কর্মী শাহজাহানপুর যুবদল ক্যাডার সোহাগ ভুঁইয়ার পরিচয় চিহ্নিত করেছে বিভিন্ন গনমাধ্যম।
উল্লেখ্য, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের এক অনুষ্ঠানে উস্কানিমুলক বক্তৃতার পর, আজ নয়াপল্টনে পুলিশের উপর অতর্কিত হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিএনপি নেতাকর্মীরা।