বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাষী পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন পিইসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে গ্রামবাংলা পাঠাগার (সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সংগঠন)।
গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়াতে ও মেধা বিকাশের লক্ষে পিইসি পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি ক্লাস নেয়া হয়। শুক্রবার সকালে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামবাংলা পাঠাগার এর সংগঠক শহিদুল ইসলাম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমীন ইসলাম। অতিথি ছিলেন ডেমোক্রেসি ইন্ট্যারন্যাশনালের প্রোগ্রাম কো-অডিনেটর হাফিজুর রহমান দিপু। তিনি পিইসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন মূল্যবান তথ্য প্রদান করেন।
তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত আছেন তাদের কর্মের মধ্যে। তারা বেঁচে আছেন তাদের লেখার মধ্যে এবং তোমাদের মতো শিক্ষার্থী ও এমন সব পাঠাগারের অন্তরালে।’
বিশেষ অতিধি ছিলেন চাষী পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী হাওলাদার । তিনি বলেন, ‘গ্রাববাংলা পাঠাগারের এমন আয়োজনের জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তারা ওএমআর সিটসহ পরীক্ষার খাতার ন্যায় এমন পূর্ব প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করেছে যাতে, আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক বড় অভিজ্ঞতা পেয়েছে।’
আয়োজিত অনুষ্ঠানে গ্রামবাংলা পাঠাগার এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নূর হোসেন মামুন বলেন, ‘নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমাদের সংগঠন। এর আগেও আমরা কয়েকটি প্রোগ্রাম সফলতার সঙ্গে সমাপ্তি করতে সক্ষম হয়েছি। বর্তমানে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাষী পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী আনোয়ার হোসেন জসিম, গ্রামবাংলা পাঠাগারের সংগঠক মল্লিক আরিফুর রহমান, জাফর আহমেদ মনির, প্রিন্স, আবুল কাশেম, রাকিব, বাপ্পিসহ আরো অনেকে।