নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসনের মনোনয়ন প্রত্যাশী দক্ষিন বঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে ঢাকার আওয়ামীলীগ সভা নেত্রীর কার্যালয়ে, বিকেল ৩টায় মননায়ন পত্র দাখিল করেছেন তার জৈষ্ঠ পুত্র বরিশাল সিটি করপোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশালের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ঢাকায় আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে ফটোসেশনে অংশ নেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন পত্র দাখিলের পূর্বে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে ঢাকায় রেলী করে ধানমন্ডিতে নেত্রীর কার্যালয়ে পৌছান বরিশাল থেকে আগত হাজার হাজার দলীয় নেতাকর্মীরা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে ঢাকার আওয়ামী লীগ সভা নেত্রীর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করার উদ্দেশ্যে যেসকল নেতাকর্মী বরিশাল থেকে ঢাকা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিটি করপোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

পাশাপাশি অত্যন্ত সুশৃঙ্খলভাবে মনোনয়ন দাখিলে অংশ নেয়ায় দলীয় নেতাকর্মী সহ সকলকে ধন্যবাদ জানান তিনি।
