এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

ফেঁসে যেতে পারেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক

স্টাফ রিপোর্টার ॥ ফেঁসে যেতে পারেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সিরাজুল ইসলাম। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ডাক্তার এসএম মোঃ সিরাজুল ইসলামের তদন্ত করতে বরিশালে আসছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব। বুধবার বার্তা প্রেরণের মাধ্যমে শেবাচিম কর্তৃপক্ষ জানতে পারেন আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান আসছেন সাবেক পরিচালক ডাক্তার এসএম মোঃ সিরাজুল ইসলামের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে। জানা যায়, সাবেক পরিচালক থাকাকালীন ১০ কোটি টাকার টেন্ডার, টেন্ডার  ছাড়াই কন্ট্রাক্ট সার্ভিস ৩ বছর চালান, ব্লাড  ব্যাংকে ৩ জনকে নিয়োগ দেয়া, কাজ না করিয়ে বিল উত্তোলন করা, প্রতি বছরের ন্যায় হাসপাতালের টেন্ডারের কাজগুলো একজনকে পাইয়ে দেয়া ও হাসপাতালের টেন্ডার অনুযায়ী সার্ভিসিং কাজ না করানো। এ সকল দুর্নীতির মধ্যে ১০ কোটি টাকার টেন্ডার উৎকোচের মাধ্যমে নির্দিষ্ট এক কোম্পানীকে পাইয়ে দেয়া প্রধান। এটি প্রমাণিত হলে আদালতে যাওয়ার পাশাপাশি স্থগিত হয়ে যেতে পারে তার পেনশন। তবে সব নির্ভর করবে তদন্ত কমিটির উপর। তিনি আজ সকালে এসে বরিশাল সার্কিট হাউজে অবস্থান করছেন। পরে তদন্তের জন্য সকাল ১০ টায় শেবাচিমে যান। সেখানে বিগত দিনে পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো দেখেন ও পর্যালোচনা করেন বলে জানগেছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান সাংবাদিকদের জানান, সাবেক পরিচালকের বিরুদ্ধে আনিত অভিযোগুলোর সঠিক তদন্ত করা হবে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official