আরিফুর রহমান, ঝালকাঠি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন ঝালকাঠির নতুন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
শুক্রবার (৪ নভেম্বর) জুম্মা নামাজের শেষ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তিনি।
এ সময় ১৯৭৫’র ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহ্হের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয়।
এর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
মাজার জিয়ারত শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির সহধর্মিণী ও বঙ্গবন্ধুর স্বজন মরহুমা বেগম ফিরোজা আমুর পৈত্রিক বাসভবনে যান। সেখানে মরহুমা বেগম ফিরোজা আমুর পরিবারের নিহত স্বজনদের স্বরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
#
আরিফুর রহমান
০১৭৩৯৫৪৮২২৫