আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা আ’লীগ। গতকাল জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাড. কাইয়ুম খান কায়সার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ নভেম্বর দুপুরে বরিশাল বিমান বন্দরে পূর্ব শত্র“তার জের ধরে ঝালকাঠী জেলা পরিষদের সদস্য ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোঃ মজিবর রহমানকে লাঞ্ছিত করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এমপিসহ নেতৃবৃন্দ। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, মজিবর রহমান সরোয়ারের এটা কোন নতুন ঘটনা নয়। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে বলেই ১৯৭৯ সনের ঘটনা মনে করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।