বরিশালে গাঁজা সেবনের অপরাধে দুইজনকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকায় মোঃ নুরুল ইসলাস (২৫) এবং লঞ্চ ঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় মোঃ সোহাগ ফরাজী (৩২) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
এ সময় আটককৃত ব্যক্তিদের কাছে গাঁজা পাওয়া যায়, যা বিনষ্ট করা হয়।
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আটককৃতদের মাদকদ্রব্য আইন-২০১৮ অনুযায়ী মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশালের পরিদর্শক ফরহাদ হোসেন প্রসিকিউশন অফিসার হিসেবে অভিযান পরিচালনায় সহায়তা করেন।