26 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জেলার সংবাদ বরিশাল

বরিশালে দ্বিতীয় দিনে ৬১ লাখ টাকার কর আদায়

বিভাগীয় শহর বরিশালের পাশাপাশি শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় কর মেলা শুরু হয়েছে। বিভাগীয় শহর বরিশালে কর মেলা ৭ দিন ব্যাপি হলেও অন্য ৫ জেলায় ৪ দিন ব্যাপি এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুর জেলার নেছারাবদ, ভোলা জেলার লালমোহন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ২ দিন ব্যাপি কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল।

এরমধ্যে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে পটুয়াখালী পৌর শহরের কর ভবনের অফিস চত্ত্বরে এবং ঝালকাঠি পৌর শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলা পর্যায়ের কর মেলা এবং বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বরিশাল নগরের ক্লাব রোডের বরিশাল ক্লাবে বিভাগীয় পর্যায়ের কর মেলা শুরু হয়েছে।

বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, দ্বিতীয় দিনে বরিশালে ৫৩ লাখ ৭৩ হাজার ৫৪৩ টাকার আয়কর আদায় করা হয়েছে।  সে হিসেবে প্রথম দিনের থেকে প্রায় ৫ লাখ টাকার বেশি কর আদায় করা হয়েছে আজ। পাশাপাশি দ্বিতীয় দিনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ১২৮ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ১৯ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৩ হাজার ২২৭ জন।

এছাড়া বরিশাল কর অঞ্চলের আওতায় ঝালকাঠি জেলায় মেলার প্রথম দিন শুক্রবারে ৫ লাখ ৪ হাজার ৩৯১ টাকার আয়কর আদায় করা হয়েছে।  পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৮৪ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ০২ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪৪৮ জন।

অপরদিকে পটুয়াখালী জেলায় মেলার প্রথম দিন শুক্রবারে ২ লাখ ৭৮ হাজার ৭৯০ টাকার আয়কর আদায় করা হয়েছে।  পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৩৬৯ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ০৯ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৫৫০ জন।  সেই হিসেবে গোটা বরিশাল কর অঞ্চলে শুক্রবারে মোট ৬১ লাখ ৫৬ হাজার ৭২৪ টাকার আয়কর আদায় করা হয়েছে।  পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৬৮১ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ৩০ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪ হাজার ২২৫ জন।

উল্লেখ্য ১৪ নভেম্বর থে‌কে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে।  নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্র‌তি‌দিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় কর প্রদানকারীদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা করা হয়েছে। যেখান থে‌কে নাগ‌রিকরা যেকোন ধরনের সেবা পাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠিতে আমুর ছায়ায় কোটিপতি ডজনখানেক

banglarmukh official

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ট্রেন বিকল

banglarmukh official

ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে গর্ণধর্ষণ, আটক ২

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official