সিমু আক্তার প্রিয়া
বরিশালের বানারীপড়ার সন্ধা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধার দিকে এই ঘটনা ঘটে।
ট্রলার দুটিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, রবিবার সন্ধা ৭টার দিকে বানারীপাড়ার সন্ধা নদীর বাংলাবাজার এলাকায় হঠাত করেই যাত্রীবাহী ও মালবাহী দুই ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৭জন আহত হয় এবং ১ জন নিখোঁজ হয়।
নিখোজের নাম দুলাল(৪৫)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং ট্রলার দুটিকে আটক করা হয়েছে।
এবিষয়ে বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিখোঁজ দুলালকে খুজঁতে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালাচ্ছে। পাশাপাশি ট্রলার দুটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।