তানজীল শুভ
বরিশাল নগরীর ধান গবেষণা ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ।
২৭ নভেম্বর রোজ সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধান গবেষণা সড়কের লালা দিঘীর পাড়ে এই কার্যক্রমের ধারাবাহিকতা চলে। সেখানে সার্বিক সহযোগিতায় ছিলো রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ ও উৎসাহ্ প্রদানকারী বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবা মূলক সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বি.বি.ডি.সি.)।
সেখানে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য দুপুর থেকেই এলাকাবাসীদের ভীড় ছিলো দেখার মতো। এলাকার অনেক মানুষ-ই খুশী ছিলেন নিজের রক্তের গ্রুপ জানতে পেরে। বি.বি.ডি.সি.’র পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য এলাকাবাসীদেরকে উদ্বুদ্ধ করা হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ছিলো সাধারণ মানুষদের সেবা প্রদান করা।