তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে আগামী ১০ জানুয়ারি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করা হলে আদালতের বিচারক আরিফা ইয়াসমিন তাঁর নিজস্ব ফাইলে মামলাটি অন্তর্ভুক্ত করে এ আদেশ দেন।
এ প্রসঙ্গে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক জানান, মামলার বাদী আদালতে উপস্থিত থাকলেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়নি। মামলার বিচারিক কার্যক্রম শুরুর জন্য বিচারক তাঁর নিজস্ব ফাইলে মামলাটি অন্তর্ভুক্ত করে আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের আদালত চত্বরে ঢুকতে দেয়নি পুলিশ।
গত ২২ অক্টোবর মানবাধিকারকর্মী রংপুরের বাসিন্দা মিলি মায়া বেগম রংপুরের মুখ্য বিচারিক আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানাহানির মামলা করেন। ওই দিন আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন মইনুল হোসেনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।
গত ১৬ অক্টোবর একাত্তর বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে আলোচনার একপর্যায়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন মইনুল হোসেন। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ২০টি মানাহানির মামলা এবং অপর ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়েছে।