শফিক আমিন:
সব কিছু থাকতেও একটা অপ্রাপ্তি প্রথম দরজায় দোলা দেয়
খুটখুট করে টোকাতে থাকে বন্ধ কপাট ;
কি যেনো বলে যায় ত্যাঁকত্যাঁকা ধৈঞ্চার পাতায় চৈত্র বাতাসের মতন –
টেরপাই, শেকড়-বাকড়ে বৃক্ষের মতন অনড় !
ভাবি, ভেবে ভেবে চোখ ঝাপসা হয়ে আসে যখন –
রোজ মনে করি’ ফিরবো ছায়ার কাছে !
কে যেন আসে, কি যেন বলে শ্রুতিমন্ত্রে –
শুনে শুনে কান নুয়ে আসে মাথা সমেত,
একদিন কথা আয়ত্ব করি, জেনে যাই নিগূঢ় মর্ম
‘ভালবাসা’ ভালবাসে সে,
আমি, আমার ছায়ারা কাঁত হয়ে পড়ে থাকি ছায়ার ওপড় …