এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজণীতি

মনোনয়ন ফরম ছিঁড়ে ফেললেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চান না জানিয়ে নিজের জন্য কেনা দলীয় মনোনয়ন ফরম ছিঁড়ে ফেলেছেন বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে আন্দোলনের অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন জোটকে নির্বাচনে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি।

সোমবার দুপুরের পর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা। এসময় খালেদা জিয়ার জন্য একাধিক আসনে কেনা দলীয় মনোনয়নপত্র তার হাতে তুলে দেন মির্জা ফখরুল।

এরপর খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না বলেই ২০১৪ সালের ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করিনি। এখনও তার অধীনে নির্বাচনে অংশ নিতে চাই না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দলগতভাবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। আর জোট নেতাদের সাথে এমন আচরণ করবেন যাতে নির্বাচনী ঐক্য বিনষ্ট না হয়।

কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়া বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘শুরুতেই মির্জা ফখরুল বলেন, ম্যাডাম- নির্বাচনী আমেজ উপলক্ষে আজ আমাদের উৎসবের দিন হওয়ার কথা ছিল। কিন্তু আজ আমরা খুবই শোকাহত, কারণ আপনি আজ কারাবন্দী। তবে আমরা সবসময় আপনাকে আমাদের সামনে আছেন বলেই ভাবি। এজন্য আপনার জন্য আমরা তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

এসময় কারাকক্ষে সুনসান নীরবতা চলছিল। নীরবতা ভেঙে খালেদা জিয়া বললেন, আপনাদের কি মনে হয় আমার নির্বাচনে যাওয়া উচিত? মির্জা ফখরুল বললেন, ম্যাডাম আমরা তো আপনাকে ছাড়া নির্বাচন কল্পনা করতে পারছি না। এরপরও আপনি যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন।

এরপর খালেদা জিয়া একে একে সবগুলো ফরম ছিঁড়ে ফেললেন। জানালেন, আমি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করলে অনেক আগেই অংশগ্রহণ করতাম। তবে এখনকার পরিস্থিতি মোকাবেলা করতে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তুলুন।’

বিএনপির ওই নেতা বলেন, এছাড়াও খালেদা জিয়ার স্বাস্থ্যগত নানা বিষয়ে ওই সাক্ষাতে আলোচনা হয়েছে। খালেদা জিয়া অনেক ধরনের অসুস্থতা বোধ করছেন বলেও জানিয়েছেন। একতরফা নির্বাচন করতেই তফসিলের আগে ভয় পেয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

সোমবার বিকেল পৌনে তিনটার দিকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজই প্রথমবারের মতো দলটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পেলেন।

এর আগে সোমবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বিএনপি। একাদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার জন্য তিনটি আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরে বগুড়া সদর-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়া-৭ থেকেও নির্বাচন করবেন খালেদা জিয়া। এ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

পরবর্তীতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন। তিনি বলেন, নির্বাচনী ঐক্য সুসংহত রাখতে কারাগার থেকে জোট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এছাড়া মির্জা ফখরুল অভিযোগ করেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে দু’দিন ধরে থেরাপি দেয়া হচ্ছে না। তবে আজ থেরাপি দেয়া হতে পারে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official