গত মাসে হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানির অভিযোগের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিতর্কটা। এরপর একে একে উঠে এসেছে চলচ্চিত্র পরিচালক জেমস টোব্যাক, ব্রেট রেটনার থেকে অভিনেতা কেভিন স্পেইসির নামও।
ধারাবাহিকভাবে এ ধরনের অভিযোগ উঠে আসাটাকে অভিনেত্রী মিশেল ফাইফার বলেছেন, দীর্ঘদিন ধরে হলিউডে চলতে থাকা এ ধরনের অপরাধের একটি চিত্র। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লাভ ফিল্ড’ তারকা বলেন, ‘হলিউডে আমার পরিচিত সব নারীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন। আর এটাই প্রমাণ করে এই সমস্যা কতটা গুরুতর। এসব নিয়ে আমরা কখনো আলোচনা করতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত এগুলো জনসমক্ষে প্রকাশিত হলো। ’
তিনি মনে করেন, হার্ভি বিতর্কটা হচ্ছে মন্দের ভালো। কেননা এর মাধ্যমে যে আলোচনার সূত্রপাত হয়েছে, তা হয়তো ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধ করতে সক্ষম হবে