নুরই মাহাবুব
বরিশাল জেলার চিহ্নিত শতাধিক মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণ সুযোগ দিয়েছে পুলিশ। আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাও দেবে জেলা পুলিশ। অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসার আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে জেলার ১০ থানার শতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ী পুলিশের সাথে যোগাযোগও করেছে বলে জানিয়েছে জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র। বুধবার আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এছাড়া জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।জেলা পুলিশ সূত্র জানায়, গত ১ আগস্ট মো. সাইফুল ইসলাম বরিশালের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। জেলার ১০ থানা এলাকায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অন্ধকারের পথ আলোর পথে আসার আহ্বান জানিয়েছিলেন।
পুলিশ সুপারের সেই আহ্বানে সাড়া দিয়ে মাদক ব্যবসায়ীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন।বরিশালের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। জেলার ১০ থানা এলাকায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অন্ধকারের পথ আলোর পথে আসার আহ্বান জানিয়েছিলেন। পুলিশ সুপারের সেই আহ্বানে সাড়া দিয়ে মাদক ব্যবসায়ীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিস্তার ঠেকাতে মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দিয়েছেন তিনি।
তবে গ্রেফতারি পরোয়ানা থাকলে তাকে এ সুযোগ দেওয়া হচ্ছে না। পূর্বের মাদক মামলায় জামিনে থাকলে কিংবা অভিযোগ আছে কিন্তু মামলা নেই তাদের এ সুযোগ দেওয়া হচ্ছে। অতীতে মাদক মামলা থাকলে বিচার হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেবে না পুলিশ।