শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের গঠনতন্ত্র সাংঘর্ষিক এবং পক্ষপাতদুষ্ট দাবি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে ৬ সাংবাদিক (প্রেসকাবের সদস্য) জিয়াউদ্দিন বাবু, কাজল ঘোষ, মো: শাহজাহান হাওলাদার, মনোবীর আলম খান, এম ফোরকান ও আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আদালতের বিচারক মো: হাদিউজ্জামান মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে মামলার বিবাদীদের নালিশীতে বর্ণিত বিষয়গুলো সম্পর্কে কারণ দর্শানোর নির্দেশ দেন। মামলার আইনজীবী অ্যাড. আজাদ রহমান এজাহারের বরাত দিয়ে বলেন, আগামী ১০ নভেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের নির্বাচনী তফসিল ঘোষণার দিন ধার্য করে সভা আহবান করা হয়েছে। ১১ নভেম্বর বিশেষ জরুরি সাধারণ সভা আহবান করে আলোচ্য বিষয়াবলীর উপরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন মামলার বাদীরা। বিষয়গুলো হচ্ছে-বিশেষ জরুরি সভার আলোচ্যসূচি সিংহভাগ সহযোগী সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ বিষয়ে গঠনতন্ত্রের ধারা-উপধারা সংযোজন এবং ১০ নভেম্বর প্রেসকাব নির্বাচন সংক্রান্ত আলোচ্যসূচি। মামলার বাদীগণ দাবি করেছেন, প্রেসকাব নির্বাচনের পূর্বে আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের একটি সাংবাদিকবান্ধব গঠনতন্ত্র রচনা করা একান্ত জরুরি হয়ে পড়েছে। যেহেতু প্রেসকাবের গঠনতন্ত্র দীর্ঘদিনের পুরনো এবং অসংগতিপূর্ণ ও সময়োপযোগী নয়; তাই গঠনতন্ত্রের নিম্নোক্ত আলোচ্য বিষয়গুলো সংশোধন করা প্রয়োজন:- প্রস্তাবগুলো হল-“মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত বা নীতি-আদর্শ পালনকারী কোন সাংবাদিক বা ব্যক্তি, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ বা সমাজের নিন্দিত কোন ব্যক্তি প্রেসকাবের সদস্যপদ পাবার জন্য আবেদন করতে পারবেন না বা করলে তা সরাসরি অগ্রহণযোগ্য হবার বিধান রাখতে হবে (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১)”। “২৫ ডিসেম্বর খ্রীস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’-এ সকাল ১০টা থেকে একটানা রাত ১১টা পর্যন্ত প্রেসকাবের সাধারণ সভা ও বার্ষিক নির্বাচনের দিন ও সময় পরিবর্তন করে যে কোন উপযুক্ত সময়ে সভা ও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণ করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪ এর ধারা ২)”। বরিশাল প্রেসকাবের যে সকল সহযোগী সদস্যদের সদস্য পদ প্রাপ্তির ৩ বছর সময় অতিক্রম হবে তাদের পেশাগত কর্মকা- পুনর্বিবেচনাপূর্বক পূর্ণাঙ্গ সদস্য পদ প্রদানের বিধান সহজতর করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ ২ এর ৪ ধারা)”। বরিশাল প্রেসকাবের সদস্যপদ প্রদানের লক্ষ্যে ৩/৪ (তিন
চতুর্থাংশ) অংশ হ্যাঁ সূচক ভোট পাবার পর সদস্য পদ প্রদানের বিধানের স্থলে সংখ্যাগরিষ্ঠ ভোটে সদস্য পদ প্রদানের বিধানের ব্যবস্থা করতে হবে (প্রেস কাবের গঠনততন্ত্রের অনুচ্ছেদ ২ এর ধারা ৩)”। প্রেসকাবের সদস্য পদ পাবার পরে তিন বছর অতিক্রম না হলে কোন সদস্য বা সদস্যরা প্রেসকাব নির্বাচনে অংশ নিতে পারেন না-এমন বিধান বাতিল করে ভোটাধিকারপ্রাপ্ত সদস্যরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার বিধান করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩ এর ধারা ৩)”। প্রেসকাব নির্বাচন প্রতি বছর না করে ২ বছর পর পর করার বিধান করতে হবে, সেক্ষেত্রে কার্যকরী পরিষদের মেয়াদকাল ১ বছরের পরিবর্তে ২ বছর করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪ এর ধারা ২)”। পরপর ২ বছর কোন সদস্য সাধারণ সম্পাদক বা সভাপতির দায়িত্ব পালন করলে পরের বছর প্রেসকাবের নির্বাচনে ওই পদে অংশগ্রহণ না করতে পারার বিধান বাতিল করতে হবে (প্রেসকাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩ এর ধারা ২)”। প্রেসকাবের নির্বাচনে যেসকল প্রার্থী নির্বাচিত হবেন তাদের দায়িত্বভার গ্রহণের পূর্বে শপথ বাক্য পাঠের বিধান গঠনতন্ত্রে সংযোজন করতে হবে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শহীদ আবদুর রব সেরনিয়াবাত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হওয়ায় ওই দিন তার শাহাদৎবরণ দিবস উপলক্ষে প্রতি বছর তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানটি গঠনতন্ত্রে সংযোজিত করতে হবে। এছাড়া কোন সহযোগী সদস্য দুই বছরের মধ্যে প্রেসকাবের পূর্ণ সদস্য পদ লাভ করতে ব্যর্থ হলে কাবে তার সহযোগী সদস্য পদ বাতিল করা হবে বলে গঠনতন্ত্রে অগণতান্ত্রিকভাবে ধারা/উপধারা সন্নিবেশিত করে সহযোগী সদস্যদের স্বার্থ পরিপন্থী গঠনতন্ত্র সংশোধনে পাঁয়তারা চলছে। এছাড়া কথিত বাছাই কমিটির মাধ্যমে কাবের বিদ্যমান গ্রুপিংকে প্রাধান্য দিয়ে খোঁড়া ও অবিশ্বাস্য অজুহাত এনে সিংহভাগ সহযোগী সদস্যদের সদস্যপদ বাতিলের অপর একটি গঠনতন্ত্র পরিপন্থী প্রক্রিয়া চলমান আছে। প্রকাশ থাকে যে, এক-দুই বিবাদীগণ উপরোক্ত আলোচ্য বিষয়গুলোতে অবৈধ প্রভাব খাটিয়ে বিশেষ জরুরি সাধারণ সভা বে-আইনিভাবে সাধারণ সম্পাদকের মাধ্যমে ১১ নভেম্বর আহবান করেছেন। যাহাও গঠনতন্ত্র পরিপন্থী। বাদী পক্ষ আবেদনে গঠনতন্ত্র সংশোধনপূর্বক একটি সাংবাদিকবান্ধব গঠনতন্ত্র না করা পর্যন্ত শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের আগামী নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে বা নির্বাচন সংক্রান্ত কোন তফসিল ঘোষণা না করতে পারে বা কোন বিশেষ জরুরি সাধারণ সভা আহবান করতে না পারে বা নতুন কোন সদস্য পদ প্রদান করতে না পারে বা সহযোগী সদস্যদের কথিত বাছাই প্রক্রিয়া কার্যকর করতে না পারে বা বাছাই করার ন্যূনতম কোন উদ্যোগ গ্রহণ করতে না পারে তৎমর্মে বিবাদীদের প্রতিকূলে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অত্র দরখাস্ত শুনানি সাপেক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারির আদেশ প্রদান করার আবেদন করেছেন। এ কারণে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের আগামী নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা জটিলতার কারণে আসন্ন প্রেসকাব নির্বাচন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আহুত বিশেষ জরুরি সাধারণ সভার আলোচ্যসূচি মামলার নালিশীতে অন্তর্ভুক্ত থাকায় আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই সভা স্থগিত থাকবে।