এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা দূর্ঘটনা নারী ও শিশু প্রশাসন

সাততলা ভবনের ছাদ থেকে পড়ে প্রান গেলো শিশুটির

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেলে ছাদে খেলতে গিয়ে শিশুটি পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুটির নাম মিনহাজ। তার মায়ের নাম নাসরিন আকতার। মিনহাজের বাবা মিজানুর রহমান বেসরকারি একটি ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর গ্রামে। পরিবারসহ ওই বাসার ছাদের একটি কক্ষে ভাড়া থাকেন মিজানুর রহমান।

শিশুটির মা নাসরিন আকতার বলেন, সাততলা ভবনের ছাদের ওপর একটি রুমে তারা ভাড়া থাকেন। বিকেলে তাঁর ছেলে খেলছিল, আর তিনি নামাজ পড়ছিলেন। নামাজ শেষে মিনহাজের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজতে খুঁজতে ভবনের নিচে গিয়ে দেখা যায় সে পড়ে আছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official