বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজীর অভিযোগ বেশ কিছু দিন ধরে আলোচনায় ছিল।
দলের বিভিন্ন স্তরের নেতারা তাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এমন মিশনে নামলেও শেষ পর্যন্ত সেই ফাঁদ থেকে বেড়িয়ে আসলেন সাদিক আব্দুল্লাহ। এবার চাঁদাবাজ ওই নেতাদের বিরুদ্ধে নিজেই আইনের আশ্রয় নিলেন সাদিক। ১৯ নভেম্বর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন তিনি। (ডায়েরী নং-১১৫৯)।
সাদিক উল্লেখ করেন, অতিসম্প্রতি তার জনপ্রিতায় ইর্ষান্বিত হয়ে একটি মহল রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে বরিশালসহ দেশের বেশকিছু দলীয় নেতাকর্মী এমনকি সরকারী কর্মকর্তা/কর্মচারির নিকট বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে ফোন করে ‘সাদিক আবদুল্লাহ’ পরিচয় দিয়ে টাকা দাবী করছে। যার ফলে আমার সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং ঐসব সম্মানিক ব্যক্তি বিভ্রান্তি এবং প্রতারণার শিকার হচ্ছেন ।
ঐসব অপরাধী এবং কুচক্রী মহলের মুখোশ উন্মোচন করতে আইনের আশ্রয় নিলেন।