মাহামুদ হাসান:
বরিশালের চরবাড়িয়া-লামচরির শেষ প্রান্ত বিলীন হয়ে যাচ্ছে নদীভাঙনে।ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।কীর্তনখোলা নদী বয়ে গেছে বরিশালের মধ্যে দিয়ে ।আর বরিশাল সিটি কর্পোরেশনের সিমানার পাশেই অবস্থিত চরবাড়িয়া, লামচরি ইউনিয়ন ।আর এই অঞ্চলের শেষ অংশ নদীগর্ভে বিলীন হবার পথে।
সরোজমিনে দেখা গেছে লামচরির অনেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে ।অনেক অংশ ভেঙে যাবে যে কোনও মুহূর্তে ।নদী ভাঙন রক্ষা করার জন্য ইতিমধ্যেই ব্যাবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ।কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই নগন্য।অল্প সময়ের মধ্যে ব্যাবস্থা না নিলে বিলীন হয়ে যাবে স্থান টি।
নদীর ভাঙনের সাথে ,সাথে ভেঙে যাচ্ছে শত,শত মানুষের স্বপ্ন ।তাদের থাকার যায়গা টুকুও বিলীন হয়ে যাচ্ছে নদীর বুকে।তাই আশ্রয় টুকু হারাতে চায়না সাধারণ মানুষ ।তাই অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ স্বপ্ন নিয়ে বেচে থাকা সাধারণ মানুষ ।