উত্তর কোরিয়া আঘাত হানবে বলে মনে হলে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। মার্কিন কংগ্রেসের শুনানিতে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।
এরই মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু হামলার মহড়াও আমেরিকা চালিয়েছে বলেও কংগ্রেসকে জানান তিনি।
তিনি বলেন, উত্তর কোরিয়ার আসন্ন সরাসরি বা সত্যিকার হুমকির মুখে আমেরিকা নিজ পরমাণু অস্ত্র ব্যবহার করবে। অবশ্য ‘আসন্ন সরাসরি বা সত্যিকার হুমকি’ বলতে কি বোঝানো হয়েছে সে কথার কোনও ব্যাখ্যা খবরে পাওয়া যায়নি। তিনি কংগ্রেসকে আরও বলেন, আমেরিকাকে রক্ষা করার দায়িত্ব নির্বাহী বিভাগের উপর বর্তায়, কংগ্রেসের উপর নয়। মার্কিন নির্বাহী ব্যবস্থার উপর আস্থা রাখার জন্যও কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে যখন টানাপড়েন তুঙ্গে তখন এই বার্তা প্রকাশ্যে এল। এদিকে মার্কিন পরমাণু অস্ত্র নিয়ে সামরিক মহড়া ‘গ্লোবাল থান্ডার’ শুরু করেছে আমেরিকা। এই মহড়াকে ‘নিছক উন্মাদনা’ বলেছেন আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং বিশ্লেষক স্কট রিচার্ড। এটি উত্তর কোরিয়ার সরকার এবং জনগণকে বৈরী করে তুলবে বলে উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের তৎপরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।