এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয় প্রচ্ছদ প্রশাসন

১০ মাসে ৪৩৭টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪৩৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এই সময় গুমের শিকার হয়েছেন ২৬ জন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠানে এক প্রতিবেদনে আসকের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

আসকের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন ও মৃত্যু এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগের ব্যাখ্যা চেয়ে জাতীয় মানবাধিকার কমিশন চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেসব বিষয়ের ১৫৪টির উত্তর এখনো মেলেনি।

চলতি বছরের মাদকবিরোধী অভিযান নিয়ে আসক বলেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ১৫ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৭৬ জন নিহত হয়েছেন।

আসক মনে করে, প্রতিটি ব্যক্তির বেঁচে থাকার এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। রাষ্ট্রীয় বাহিনী নয়, আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেই কেবল ব্যক্তিকে বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজ প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official