21 C
Dhaka
নভেম্বর ২৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

৪ মন্ত্রীকে নিয়ে আত্মসমর্পণ করলেন পুজেমন

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত ও স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজেমন ও তার সহযোগী ৪ মন্ত্রী আত্মসমর্পণ করেছেন।

ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারির পর স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

খবর আল-জাজিরার।

এর আগে, বেলজিয়ামে পালিয়ে যাওয়ার পর গতকাল শনিবার কার্লেস পুজেমন এবং তার ৪ মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেন।

পুলিশের এক মুখপাত্র জানান, সোমবার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। জামিন পাবেন কিনা, কিংবা স্পেনে নেওয়া হবে কখন, সেটি তখনই বোঝা যাবে।

গত ১ অক্টোবর গণভোটে স্বাধীনতার পক্ষের রায় দেয় কাতালোনিয়ারা। এর কিছুদিন পরই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রের শাসন জারি করে। এরপর পুজেমনসহ বাকি চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেওয়ার অভিযোগ আনে স্পেন সরকার। তখন গ্রেফতারি এড়াতে তারা বেলজিয়ামে পালিয়ে যান।

এদিকে, রাষ্ট্রদ্রোহ ও জনগণকে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেওয়া এবং সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত ৮ মন্ত্রীকে আটক করা হয়।

এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে নামে সাধারণ মানুষজন। যদিও পরে ৫০ হাজার ইউরোর মিনিময়ে তাদের একজনকে জামিন দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

banglarmukh official

ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান

banglarmukh official

ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে: ড. ইউনূস

banglarmukh official

চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫

banglarmukh official

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা

banglarmukh official

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে আনলেন ট্রাম্প

banglarmukh official