কাজী সাইফুল
গত ২৬ নভেম্বর রবিবার দুপুর আনুমানিক ১ টার সময় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে দুই প্রতারক রাবিনা আক্তার মীম নামের একজন গৃহবধূর নিকট থেকে তার ব্যবহৃত স্মার্ট ফোন, সোনার চেইন, কানের দুলসহ আনুমানিক দেড় ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
জানা গেছে, ওই গৃহবধূ সরকারি বি.এম. কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। তিনি কলেজ থেকে ফেরার পথে এই দুই প্রতারক তার পিছু নেয়। পথে পথে তাকে বিভিন্ন রকমের কথার ফাঁদে ফেলে হুইল পাউডারের একটি প্যাকেট ধরিয়ে দিলে সংজ্ঞাহীন হয়ে সবকিছু নিজে থেকে খুলে দিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাসায় পৌছে দেন।
ভিকটিমের বাংলাবাজারস্থ বাসার গলির মুখের এফ রহমান ইলেক্ট্রিক নামের একটি দোকানের গোপন ক্যামেরায় প্রতারকচক্রের আসা-যাওয়ার চিত্র ধরা পরে। তবে এখনও পর্যন্ত অপরাধিদেরকে সনাক্ত করা যায়নি। এ ঘটনার একদিন পরে ২৭ নভেম্বর ২০১৭ ইং তারিখে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়, যার নাম্বার ১৬০১।