বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আইনজীবী এ্যাড : রবিউল ইসলাম রিপনের গ্রাসকৃত জমি উদ্ধার এবং নিজের জীবন বাঁচাতে ও জমি উদ্ধার দাবীতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১২ টায় প্রেসক্লাব কার্যলয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর ২৭ নং ওয়ার্ড কুদ ঘাটা বাসিন্দা করছেন ফাতেমা বুলবুল।
লিখিত বক্তব্য ফাতেমা বুলবুল বলেন ২৭ নং ওয়ার্ড সোনা মিয়ার পুল তার তার স্বামী মো: মনির হাওলাদার ২০১৬ সালে ক্রয় করেন ।
আমার স্বামী মো : মনির হাওলাদার ডেফিলিয়া নিবাসী মো: আলাউদ্দিন শরিফের কাছ থেকে জমি ক্রয় করেন । এ্যাড : রবিউল ইসলাম রিপনের বাড়ীর পার্শ্বে উক্ত জমি থাকার কারনে আলাউদ্দিন শরিফ জামায়াতে ইসলামের নেতা হাওয়ার কারনে আমাদের জমির বুঝ পাচ্ছি না। ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে এ্যাড: রবিউল ইসলাম রিপন ও তার ভাই শিপন জামায়াত নেতা মো: আলাউদ্দিন শরিফেকে দূরে সরিয়ে রাখেন। আমি জমি মেপে বুঝ নিতে চাইলে এ্যাড :রবিউল ইসলাম রিপন ও শিপন আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করেন, জীবন নাশের হুমকী দেন এবং তারা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন । পাঁচ লক্ষ টাকা না দিলে জমিতে বুঝ পাওয়া যাবে না এমন কথা বলে এবং ক্ষমতার দাপট দেখায়।
আপনারা যদি এই আইনজিবী সম্বন্ধে জানতে চান তবে জানতে পাবেন এই ব্যাক্তি কোর্ট বাউন্ডারিতে এসে খালি গায়ে থাকে। অধিক রাতে নিজ বাড়ীতে ফিরেন সোনামিয়ার পুল বাজারে রাতে একা একা হাটেন এবং পা দিয়ে রাস্তা মাপেন। করোনাকালীন সময়ে টি সি বির পন্য দিতে আসলে রহস্য জনক কারনে ট্রাক ড্র্ইভার, ডিলার এই আইনজীবির হাতে লাঞ্চিত হয়েছিলেন। র্যাব সহ ম্যাজিষ্টেট এসে রিপনকে ধরে নিয়ে যায়। দুর্ভাগ্য ২৭ নং ওয়ার্ড বাসীর, সেই আর টি সি বির পন্য আসে নি। রিপন এবং শিপন দুই ভাইয়ের অত্যাচারে সোনামিয়ার পুল বাজারের শতাধিক ব্যবসায়ি অতিষ্ঠ। বড় ব্যাবসায়ি মন্টু হাওলাদারের শতাধিক সারের বস্তা খেয়ে ফেলছে এই সহদর। এ্যাড:রবিউল ইসলাম রিপনের প্রশ্রয়ে ছোট ভাই শিপন নারীদের কে ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করে। মহানগর “সুখী” নামের এক ছাএীকে নিজের স্ত্রী থাকা সও্বেও বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না। মেয়েটির কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছে। শিপন পেশায় কিছুই করেন না, বড় ভাইয়ের প্রশ্রয়ে চাঁদা বাজি করে সংসার চালায় এবং বহু নারীদের ইজ্জত লুন্ঠন করেছে। আমি নিজেও আতংকিতো।
আমি আপনাদের সহযোগিতায় আমার স্বামীর কস্টর্জিত টাকা দ্বারা “”” জমিটুকু উদ্ধার করতে চাই এবং আইনজীবী এ্যাড: রবিউল ইসলাম রিপন ও শিপন এর অত্যাচার থেকে বাঁচতে চাই আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রধান প্রধানমন্ত্রী ও বরিশাল সিটি কপোরাশেনের মাননীয় মেয়র সহ প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।