ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃ চট্রগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ বিডি ও সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সরোয়ারকে নিখোঁজের চারদিন পর উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। তার উপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়েছে। একজন গণমাধ্যম কর্মীর উপর এমন নির্মম নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি শাহিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মুছা মল্লিক। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে এঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সোমবার ২ নভেম্বর ২০২০, এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। এর আগে গত ২৯অক্টোবর নিজ বাসা থেকে তিনি অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। চারদিন নিখোঁজ থাকার পরে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পাড়ে তাকে পাওয়া যায়।
স্থানীয় লোকজন জানান উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন আমারে আর মাইরেন না। আমি আর নিউজ করবো না।
বিবৃতিতে তারা বলেন,যেখানে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি সেখানে গণতন্ত্র তত বেশি স্বচ্ছা। জনগণ তাদের দুঃখ ও সমস্যার কথা সংবাদপত্রের মাধ্যমে সরকারকে অবহিত করার সুযোগ পায়। তবে নির্ভীক স্বাধীন সংবাদপত্র ও নিয়ন্ত্রমূলক আচারন একসঙ্গে চলতে পারে না। বর্তমান সময়ে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলা। কারাবরন হত্যাকান্ডের শিকার হয়েছেন। হামলা মামলা নিয়ে অনেক সাংবাদিককে পালিয়ে বেড়াতে হচ্ছে।
সাংবাদিক গোলাম সরোয়ারের উপর এমন ভয়াবহ নির্যাতন প্রমাণ করে সাম্প্রতিক সময়ে সংবাদপত্র ও জাতীয় প্রচার মাধ্যমের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষ ভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে।