এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

নির্বাচনে কারচুপি হয়েছে, সুপ্রিম কোর্টে যাব: ট্রাম্প

  • নির্বাচনে কারচুপি হয়েছে, এতে করে আমেরিকানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।’

প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত জো বাইডেনের সম্ভাব্য ইলেকটোরাল ভোটের সংখ্যা ২২৫টি। বিপরীতে ট্রাম্পের সম্ভাব্য ভোট ২১৩টি।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে নির্বাচন নিয়ে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প।

বক্তব্যের শুরুতে তিনি তার পরিবার এবং লক্ষ লক্ষ সমর্থক যারা আজ রাতে ফলাফলের জন্য অপেক্ষা করছেন ধন্যবাদ জানান। ভোট প্রদানের জন্য আমেরিকানদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি কোন রকম প্রমাণ উপস্থাপন না করেই দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। এটা আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা।

নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানান।

ট্রাম্প বলেন, লাখ লাখ লোক আমাদের পক্ষে ভোট দিয়েছে। আমরা একটি বড় উদযাপনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা সবকিছুতেই জিতেছিলাম। সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official