আদর্শের বিশ্বমানব হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলওয়ে মাঠে স্মরণ কালের বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হন হাজার হাজার তৌহিদি জনতা।
শাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে ও শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদপর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন বাবুল, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আব্দুল মোমেন, এডভোকেট মামুনুর রশীদ মামুন, মসজিদে বায়তুশ শরফ চকরিয়ার পেশ ইমাম হাফেজ মোহাম্মদ শহীদুল আলম, অধ্যাপক আ.ফ.ম ইকবাল হাসান আনোয়ারী, চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরী, যুবনেতা হোসাইন মোহাম্মদ বুলবুল, ওবাইদুল হাকিম মারুফ, ছাত্রনেতা তাওহীদুল ইসলাম নূরী, মোহাম্মদ খোকন, নুরুল হোসেন রাশেদ, এনামুল হক, মোহাম্মদ রেজাউল করিম রেজা, ইয়াছিন আরফাত, মোহাম্মদ হাসান প্রমুখ।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলিম নিজেদের জীবনের চেয়ে বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে বেশি ভালবাসে। তাই, রাসুল (স.) কে নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বললে কিংবা করলে মসুলমানদের কলিজায় আঘাত লাগে। ফ্রান্সে বিশ্বনবীকে নয়, বিশ্বের প্রায় দুই শত কোটি মসুলমানকে অবমাননা করা হয়েছে। এজন্য ফ্রান্সকে অবশ্যই প্রকাশ্যে বিশ্বের মসুলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। এসময় ফ্রান্সের সকল পণ্য বয়কট করার ঘোষণা দেন বক্তারা।