ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃ
হাল্ট প্রাইজ অ্যাট ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে হাল্ট প্রাইজের আগামী অনক্যাম্পাস প্রোগ্রামকে সামনে রেখে “স্টার্টআপ আইডিয়া ডেভেলপমেন্ট” শিরোনামে ওয়ার্কশপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আজ রাত নয়টায় হাল্ট প্রাইজ অ্যাট ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ডিআইইউ হাল্ট প্রাইজের ব্রান্ডিং এন্ড প্রোমোশন কোঅর্ডিনেটর অপর্না কীর্ত্তনীয়ার সঞ্চালনায় গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজমির হোসাইন। এ বিষয়ে ডিআইইউ হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর ফাইজুলহক নোমান বলেন আজকের প্রোগ্রামটি সকল উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাল্ট প্রাইজের স্টার্টআপ কম্পিটিশনের প্রথম ধাপ- অনক্যাম্পাস প্রোগ্রামে যারা অংশ নিবেন তারা কিভাবে বিজনেস আইডিয়া ডেভেলপ করবেন এবং অন্যান্য সকল সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব থাকবে এ অনুষ্ঠানে। উল্লেখ্য যে, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ও জাতিসংঘের যৌথ আয়োজনে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপি ছাত্রদের মাঝে স্টার্টআপ কম্পিটিশন এর আয়োজন করা হয়। যার প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। আর এ কম্পিটেশন এর প্রথম ধাপ হলো অনক্যাম্পাস প্রোগ্রাম।