করোনা মহামারি মোকাবিলার এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা নিতে শুরু করেছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পরাজয়ের পর প্রথমবার ঘোষণা দিয়েও রেডিও শোতে অংশ নেননি ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ওই শোতে অংশ নিয়ে নির্বাচনে ভোট কারচুপি নিয়ে কথা বলার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এখন ব্যস্ত নতুন নতুন পরিকল্পনা দিয়ে দেশকে ঢেলে সাজাতে। তবে, সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন করোনা মোকাবিলায়। যুক্তরাষ্ট্রের সময় সোমবার এই বিষয়ে কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন বাইডেন।
করোনার সংক্রমণ রোধে বাইডেন আমেরিকায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান। এতে বহু প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন তিনি। মাস্ক পরা নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলোর গভর্নর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন তিনি।
এছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন, বর্ণবাদ নির্মূল ও জলবায়ু পরিবর্তনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
এদিকে, বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকাল পার্টির সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে কাজ করবেন বাইডেন- অভিনন্দন বার্তায় এমনটাই প্রত্যাশা করেছেন বুশ। অবশ্য তিনি বলেন, ভোট পুনর্গণনা ও আইনি লড়াইয়ে যাওয়ার অধিকার রয়েছে ট্রাম্পের।
জো বাইডেন যখন দেশকে নিয়ে নানা পরিকল্পনায় ব্যস্ত, তখন ট্রাম্প একটি রেডিও শোতে ভোট কারচুপির অভিযোগ নিয়ে কথা বলার ঘোষণা দেন— টুইটারে। কিন্তু ঘোষণা দিলেও সেই রেডিও শোতে অংশ নেননি ট্রাম্প।
এর আগে, রবিবার হোয়াইট হাউজে ফেরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তাকে স্বাগত জানায় সমর্থকরা। এদিকে, স্থানীয় সময় সোমবার থেকে আইনি লড়াই শুরুর ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছেন ট্রাম্প।