বরিশালের মাদকদের গডফাদার থেকে বিক্রয় ও ক্রেতারা যার নাম শুনলেই আতঙ্কে থাকেন তিনি আর কেউ নয় বরিশালের ডিবি পুলিশের এসআই মাহি উদ্দিন মাহি। যিনি তার কাজের মাধ্যমে বরিশালের মানুষকে মাদকমুক্ত নগরী দেয়ার চেষ্টা করে যাচ্ছে। ইতি মধ্যেই বরিশাল নগরীসহ বিভিন্ন মাদক স্পট চিহৃত করেন এবং সফলতার সাথে অভিযান সম্পুর্ন করেন। যার প্রশংসা শেষ হওয়ার নয়। তার মধ্যেই তার দক্ষায আরও একটি সু-খবর দিলেন এই বেস্ট অফিসার মাহি উদ্দিন মাহি।
আজ সোমবার মাদকদ্রব্য উদ্ধারে বেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হন তিনি। এবং বরিশালের মাননীয় সুযোগ্য পুলিশ কমিশনার, বিএমপি বরিশাল মহোদয়ের হাত থেকে একটি ক্রেস্ট গ্রহন করেন। তাছাড়াও বেস্ট অফিসারের সনদ প্রদান এবং নগদ অর্থ পুরস্কারও গ্রহন করেন।
এব্যপারে মাহিউদ্দিন মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এই কৃতিত্ব সকল ফেসবুক বন্ধুসহ সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সততার সাথে মাদকের বিরুদ্ধে ও দেশের কাজে সবসময় সফল হতে পারি। পরে পিপিএম কৃতজ্ঞচিত্তে মাননীয় সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ইতিপূর্বে ডিবির চৌকস এসআই মহিউদ্দিন আহমেদ পিপিএম একাধিকার পুরস্কৃত হয়েছেন