পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০ মণ জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অভিযান চিলিয়ে এসব জাল ও জাটকা ইলিশ জব্দ করে।
পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জাটকা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন ও এ.এসআই কামরুল ইসলাম।
কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন জানান, নিয়মিত টহলকালে এসব মাছ ও জাল জব্দ করা হয়েছে। তবে জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।