26 C
Dhaka
ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খুলনা জেলার সংবাদ

আবু নাসের হাসপাতালে অত্যাধুনিক কার্ডিয়াক এ্যাম্বলেন্সের উদ্ধোধন

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ যন্ত্রপাতি সমৃদ্ধ একটি অত্যাধনিক কার্ডিয়াক এ্যাম্বলেন্স সংযোজন করা হয়েছে। গতকাল এ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শেখ হেলাল উদ্দিন এমপি। স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য বিভাগ কর্তৃক সরবরাহকৃত এ অত্যাধনিক এ্যম্বুলেন্সটি ভিতরে ইসিজি, অক্সিজেন, রোগীর কার্ডিয়াক মনিটরিং, রোগীকে সাকশান দেয়া এবং প্রয়োজনে রোগীকে কারেন্ট (ডিসি) শক দেয়ার ব্যাস্থা রয়েছে বলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী জানান। এ্যাম্বুলেন্সটি এয়ার এ্যম্বুলেন্সের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। গতকাল মঙ্গলবার শেখ হেলাল উদ্দিন এমপির উদ্ধোধন করার পর রোগী সেবা প্রদান করা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডাঃ বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে ও ডাঃ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কাজী আমিনুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এস,এম মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, আ’লীগ নেতা আলহাজ্ব আশরাফুল ইসলাম, এ,কে,এম সানাউল্যা নান্নু, আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, এ্যাড. সাইফুল ইসলাম, ফকির সাইফুল ইসলামসহ অসংখ্য নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

অপহৃত ওয়ালিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

banglarmukh official

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official