– হুজাইফা রহমান
পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাটি বলেছেন কবি।
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কথাটিও বলেছেন কবি।
সবথেকে উদার কথাটিও বলেছেন কবি।
সবথেকে সংকীর্ণ কথাটিও বলেছেন কবি।
পৃথিবীর সবচেয়ে সত্য কথাটি বলেছেন কবি।
পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথাটিও বলেছেন কবি।
সকলের গণ জাগরণের কথা কবি বলেছেন।
আবার সকলের হতাশার কথাও কবি বলেছেন।
পৃথিবীর যত অভাগারে আশা দিয়েছেন কবি।
পৃথিবীর যত পথ ভোলারে পথ দেখিয়েছেন কবি।
কবি এই পৃথিবীর মানুষের কাছে তাই দেবদূত।
কবি এই পৃথিবীর মানুষের কাছে তাই পূজিত।
মানুষের বিবেক জাগ্রত করে তুলেছেন কবি।
সর্বদা মানুষ ও মানবতার কথা বলেছেন কবি।
আমি জানি, সত্য-ই কবি এই পৃথিবীর মহানুভব।
সবার মনের প্রেম, বিরহ, দ্রোহের কথা করেন অনুভব।