ফেডারেশন কাপে নোফেল স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দুর্দান্ত খেলেও ১-১ সমতায় মাঠ ছাড়ে কিংস। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে সেরা আট নিশ্চিত করলো বসুন্ধরা কিংস।
খেলার ৩৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের বাঁ প্রান্তের ক্রসে ফাঁকায় থাকা মাশুক মিয়া জনি দুর্দান্ত গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। তবে ৬১তম মিনিটে মিডফিল্ডার আশরাফুল ইসলামের গোলে সমতায় ফেরে নোফেল। পরে কোনো দলই আর গোলের দেখা না পেলে ড্র নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ১-১ ড্র করেছিল বসুন্ধরা। নোফেল স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল বসুন্ধরা কিংস।