সিমু আক্তার
বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফের ৩দিন ব্যাপী অগ্রাহায়নের বার্ষরিক ওয়াজ-মাহফি আগামিকাল রবিবার থেকে শুরু হতে যাচ্ছে । বুধবার সকালে আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে বার্ষরিক মাহফিলের সমাপ্তি হবে। বিশ্ব ইজতেমার পর চরমোনাই মাহফিলকে দেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী সমাবেশ হিসাবে গণ্য করা হয় ।
শনিবার জোহরের নামাজের পর চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন । সুত্র মতে, ৩ দিনে মোট ৭টি বয়ান হবে। তার মধ্যে ৫টি বয়ান করবেন চরমোনাই পীর ও ২টি বয়ান করবেন চরমোনাই পীরের ভাই মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। উদ্বোধনী বয়ানের পর প্রত্যেক দিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসুলীদের উদ্যেশ্যে বয়ান করবেন চরমোনাইর পীর।
বুধবার সকাল ৮টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। এদিকে মাহফিল উপলক্ষে আগ থেকেই চরমোনাই অনুসারীরা মাহফিলে আসতে শুরু করেছেন। মুসুলীদের জন্য মাঠে প্যান্ডেল করার কাজ সম্পন্ন করা হয়েছে। মাহফিলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য মুজাহিদ কমিটিও মাহফিলে উপস্থিত হয়েছেন ।