এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

বরিশাল সদরে আবদুস সাত্তারকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তারকে বরিশাল-৫ (সদর) আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে নগরীর ইউনাইটেড কমিউনিস্ট লীগের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলন থেকেই আবদুস সাত্তারকে বরিশাল-৫ (সদর) আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষণা করা হয়। আবদুস সাত্তার ‘কোদাল’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী লিখিত বক্তব্যে কমরেড অধ্যাপক আবদুস সাত্তারের পরিচিতি তুলে ধরেন।বরিশালের শ্রমিক-কৃষকসহ সর্বস্তরের মানুষকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী কমরেড অধ্যাপক আবদুস সাত্তারকে সমর্থন ও সার্বিক সহযোগিতা করার জন্যে আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আবদুস সত্তার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ নিচ্ছি। আমি চাই মানুষ যেন তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে।নির্বাচনে আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। যত বাধা, হুমকিই আসুক না কেন আমরা নির্বাচন বর্জন করব না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক মো. জলিলুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ মাহমুদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সদস্য অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official