রুপন কর অজিতঃ আজ বুধবার (২৩ নভেম্বর) বরিশাল মহানগরীর বাজার রোড,হাটখোলা এবং রুপাতলী এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এসময় পণ্যের মোড়কে মেয়াদ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং অসাস্ব্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪,০০০/-জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় উক্ত অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশাহ্ শোয়াইব মিয়া।সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা।
অভিযান চলাকালে চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং বাজর দর যাছাই করা হয়।এসময় স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।