হুজাইফা রহমান:
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপন করা হলো মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ। বুধবার (২৯ নভেম্বর) বিকেল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচির মধ্যে ছিলো লাল পতাকা মিছিল, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে বরিশাল ছাড়াও বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কমিটির বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড সাইফুজ্জামান সাকন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপর শহরের টাউন হল চত্বর থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।