বরিশাল নগরের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ২ ব্যাক্তিকে আটক করা হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো, হামিদ (২৫) ও ইয়াসিন (৩০)।
এরা মায়নমারের বুচিডং এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল জানান, দুপুরে সন্দেহজনকভাবে আটক ২ জনকে ঘোরাফেরা করতে দেখে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে টুক জানাগেছে সে অনুযায়ী আটককৃতরা কক্সবাজার থেকে মাছ ধরতে সাগরে যায়। সেখানে গিয়ে ডাকাতের কবলে পরে। পরবর্তীতে তারা আশ্রয়ে কুয়াকাটায় আসেন। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো তারা। পথিমধ্যে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থানকালে তারা স্থানীয়দের চোখে পরে। তিনি বলেন, কক্সবাজারে যোগাযোগ করা হচ্ছে, এদেরকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।