রুপন কর অজিতঃ আজ শনিবার (২৬ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে পরিচালনা করা হয়।
এ সময় পণ্যের মোড়কে মেয়াদ,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং অসাস্ব্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৯,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশাহ্ শোয়াইব মিয়া।
অভিযানটি সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা।
অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে তারা জনান।