27 C
Dhaka
এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রাজণীতি

মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নেওয়া হবে

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র  এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নিয়ে যাওয়া নেওয়া হবে।

সোমবার সকালে দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন পোর্টালকে একথা জানিয়েছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, রবিবার রাতে প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। বর্তমানে বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ডাক্তারের বরাত দিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, তিনি এখন আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হৃদরোগজনিত সমস্যায় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

তিনি আরও বলেন, বিদেশ নিয়ে যাওয়ার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। সবার সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরীকে রবিবার বিকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official