বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফক রচিত হলো। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন জাতীয় নারী ক্রিকেট দলের দুই তারকা রুমানা আহমেদ এবং খাদিজাতুল কুবরা।
ছেলে-মেয়ে মিলিয়ে এখন পর্যন্ত মাত্র একজন বাংলাদেশিই এই লিগে খেলেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
দুজন অবশ্য এক দলে খেলছেন না। বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের শীর্ষ দুই দল বেছে নিয়েছে বাংলাদেশের দুই তারকাকে। টাইগ্রেস অধিনায়ক রুমানা খেলবেন ব্রিজবেন হিটের হয়ে। আর মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠ মাতাবেন খাদিজা। দুজনের উড়াল দেওয়ার তারিখও ভিন্ন। রুমানা যাবেন ১০ জানুয়ারি, আর ১৬ জানুয়ারি যাবেন খাদিজা।
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলার এক ফাঁকে সাংবাদিকদের রুমানা বলেন, ‘প্রথমবারের মত এই লিগে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে।
বিগ ব্যাশ অনেক বড় টুর্নামেন্ট। আমরা যেভাবে উন্নতি করছি, তাতে আশা করছি আরও অনেকে সেখানে সুযোগ পাবে। অনেক কিছু শিখতেও পারব। এটা দেশের নারী ক্রিকেটের জন্য ভালো খবর। ‘