ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) গ্রিন রোড ক্যাম্পাসে ‘সিপিসি গার্লস আড্ডা’ নামক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)’র বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহানারা আক্তার, সহকারী অধ্যাপক তাহজিব-উল-ইসলাম, সহকারী অধ্যাপিকা শ্রাবণী বড়ুয়া, সহকারী অধ্যাপক জনাব খন্দকার মোহাম্মাদ মহিউদ্দিন এবং জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (সিপিসি)’র সভাপতি রওনক বোরহান হিমেল, সাধারণ সম্পাদক লুবানা আক্তার সহ কমিটির সকল সদস্যবৃন্দ এবং সকল ব্যাচের মেয়ে শিক্ষার্থী।অধ্যাপক জাহানারা আক্তার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানী থেকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেবার জন্য আমরা শক্তিশালী অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গড়ে তুলেছি। মেয়ে শিক্ষার্থীদের ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। তাদেরকে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ করে দিতে হবে। আর বিশেষ করে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। ইভটিজিং, বুলিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো সমস্যায় প্রায় প্রতিনিয়তই পড়তে হয়; তাই আমরা সমস্যা দূরীকরণে এবং নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে ‘অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি’ ও গড়ে তুলেছি যা আমাদের দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় বিরল। তিনি আরও বলেন, ‘এই ব্যতিক্রমধর্মী আড্ডা ও পরামর্শমূলক আলোচনার মধ্য দিয়ে আমরা মেয়ে শিক্ষার্থীদের জন্য আরও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে সক্ষম হবো বলে আশা রাখি। কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব সবসময়ই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সকল বিভাগের নারী শিক্ষার্থীদের জন্য এ ধরনের সৃজনশীল ও শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা রাখি।’