উচ্চারণ : আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাওতানিহি, আসআলুকা খইরাহু ওয়া খইরা মা সুনিআ লাহু, ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু।
অর্থ : হে আল্লাহ! তোমারই জন্য যাবতীয় প্রশংসা। যেহেতু তুমিই আমাকে তা পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি, আরো কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তার। আর আমি তোমার শরণাপন্ন হচ্ছি এর যাবতীয় অনিষ্ট থেকে এবং যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে।’
উপকার : আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) যখন নতুন কাপড় পরিধান করতেন তখন কাপড়ের নাম যথা—পাগড়ি, জামা অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন। তারপর তিনি এই দোয়া পড়তেন। (শামায়েলে তিরমিজি, হাদিস : ৪৭)