30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রশাসন রাজশাহী

নড়াইলে ওসিকে ‘ঘুষ দিতে গিয়ে বিএনপির এজেন্ট’ আটক

অনলাইন ডেস্ক:

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থীর ‘নির্বাচনী এজেন্ট’ মো. রিয়াজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। বিষয়টি ওসি ইলিয়াস হোসেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে অবগত করেন।

আটককৃত বিএনপি সমর্থক রিয়াজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে ওসিকে ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষ্যে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল আমাকে ৫০ হাজার টাকা দিয়ে ওসির কাছে পাঠান। একটি প্যাকেটে করে টাকাগুলো ওসির কাছে নিয়ে আসি। কিন্তু ওসি এ টাকা গ্রহণ করেননি। রিয়াজুল শহরের মহিষখোলা এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে অবৈধ টাকা বিতরণ রোধসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আমরা নজর রেখে আসছি। এরই মধ্যে সদর থানার ওসির কাছে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের এক সমর্থক ৫০ হাজার টাকা নিয়ে আসেন। ওসি ইলিয়াস হোসেন সততা ও যথাযথ দায়িত্ববোধের পরিচয় দিয়ে বিষয়টি আমাকে অবগত করেন। এ ঘটনায় ৫০ হাজার টাকাসহ রিয়াজুল ইসলামকে আটক করা হয়। ৫০০ টাকার নোট দিয়ে একটি প্যাকেটের মধ্যে এ টাকাগুলো ওসির কাছে আনা হয়।

এদিকে, সচেতনমহল বিভিন্ন পেশার মানুষ বলেন, ওসি ইলিয়াস হোসেন অত্যন্ত সততা ও পেশাগত দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। পুলিশ প্রশাসনে এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ডে এ বিভাগের সুনাম ও দায়িত্ববোধের বিষয়টি অক্ষুণ্ন থাকবে।

সম্পর্কিত পোস্ট

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

অন্তরঙ্গ অবস্থায় নারী কাউন্সিলরের সঙ্গে কৃষি কর্মকর্তা ধরা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official