২০২০ সালে আরেকটি বিয়ের উৎসবে মেতে উঠতে পারে বলিউড। আর সেটি হলো আলিয়া ভাট এবং রণবীর কাপুরের। বলিউডে জোর গুঞ্জন চলছে,আগামী বছরই কাশ্মীরে বিয়ে করছেন রণবীর-আলিয়া। যদিও দুই পরিবারের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি।
আলিয়া আর রণবীরের প্রেম এখন সরবজনবিদিত। রণবীরের জন্মদিনে আলিয়া তার বানানো কেক দিয়ে মিষ্টিমুখ করানোর পর থেকে বিষয়টি আরও পোক্ত হয়েছে। এই জুটি যেকোনও অনুষ্ঠানে সরব থাকা। রণবীরের মা নিতু সিংয়ের সঙ্গে আলিয়ার সখ্যতা সব বলে দেয়- বিয়ের বাদ্য বাজতে চলেছে অচিরেই।
কাজের দিক দিয়ে ২০১৯ ভালই কেটেছে রণবীর আলিয়া দুইজনেরই। রণবীরের শেষ ছবি ‘সঞ্জু’ বাজিমাত করেছে বক্স অফিসে। ২০২০ সালে দুই জন একসঙ্গে পর্দায় উপস্তি হতে যাচ্ছেন ’ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে।বাজতে চলেছে অচিরেই।
কাজের দিক দিয়ে ২০১৯ ভালই কেটেছে রণবীর আলিয়া দুইজনেরই। রণবীরের শেষ ছবি ‘সঞ্জু’ বাজিমাত করেছে বক্স অফিসে। ২০২০ সালে দুই জন একসঙ্গে পর্দায় উপস্তি হতে যাচ্ছেন ’ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে।